ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

শাহবাগে মুক্তিযোদ্ধার সন্তানদের শান্তির্পূণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ৭ দফা দাবিতে গত মঙ্গলবার (২৩ ফেব্রæয়ারী) শাহবাগে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের শান্তির্পূণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক জেলা ও উপজেলার সঙ্গে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর আয়োজনে শনিবার (২৭ ফেব্রæয়ারী) সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ কর্মস‚চি পালিত হয়েছে।


ঘন্টাব্যাপী মানববন্ধনে টাঙ্গাইল সদরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা স্বতফুর্তভাবে অংশগ্রহন করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা শাখা ইউনিট এর আহব্বায়ক সাজ্জাদুর রহমান খোশনবীশ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা শাখার আহŸায়ক সাজ্জাদুর রহমান খোশনবীশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, বীর মুক্তিযোদ্ধা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব লুতফুল্লাহ সাঈদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম রেজা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, কেন্দীয়

নির্বাহী সদস্য আহমেদ সুমন মজিদ, ঢাকা বিভাগের যুগ্ম আহŸায়ক সৈয়দ সাদিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহŸায়ক লায়ন জাহাঙ্গীর আলম, তুহিন সিদ্দিকী, সোহেল সোহরাওয়ার্দী, টাঙ্গাইল জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক, সদস্য সচিব জিয়াদ সিদ্দিক, সদর উপজেলার আহবায়ক আব্দুল আলীম, সিনিয়র যুগ্ম আহŸায়ক শোয়েভ হাসান কবির, সদস্য-সচিব সাইফুল ইসলাম, সদস্য খন্দকার কামরুন নাহার, শহিদুল ইসলাম সোহেল, সজীব, পৌর শাখার আহŸায়ক একে এম মনজুরুল হক রনি, সদস্য সচিব বিভাস কৃষ্ণ চৌধুরী, খন্দকার সজিব রহমান, শাহ আলম লিটু, হাসনা হেনা, লাবু মিয়া, জায়েদুর তুহিন, বাবু তালুকদার, শাহরিয়ার আনোয়ার রাজিব, হাফিজ হাসনাত আপেল, হুমায়ন কবির, প্রিন্স মুসা ইব্রাহিম, তানজিলুর রহমান রাজীব ও সদস্য আরিফুজ্জামান প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের উপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মুক্তিযোদ্ধার সন্তানদের দাবি মেনে নেয়ার আহŸান জানানো হয়।


উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ ফেব্রæয়ারী) দিনভর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখেন (জামুকা) র্কতৃক অনুমোদিত ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ’ নামের একটি সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলেমান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা- কর্মীরা এই কর্মস‚চিতে উপস্থিত ছিলেন। সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দফা Ñ মুক্তিযোদ্ধার সন্তান সংসদের অন্য

দাবিগুলো হলো সাংবিধানিক স্বীকৃতি ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষায় আইন পাস, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ মুক্তিযোদ্ধা ও অসুস্থ মুক্তিযোদ্ধা পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার করা এবং ১৯৭২ সালের সংজ্ঞা অনুযায়ী মুক্তিযোদ্ধাদের চ‚ড়াান্ত তালিকা প্রণয়ন, মুজিব কোর্টের পবিত্রতা রক্ষা, নাটকে মন্দ চরিত্রে মুজিব কোর্ট পরা নিষিদ্ধ করা ও মন্দ লোকদের মুজিব কোর্ট পরার সুযোগ বন্ধ করার জন্য আইন পাস মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর, মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা- নির্যাতন ও জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া, দুর্নীতি, মাদক ও ধর্ষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ কঠোর আইন প্রণয়ন ও হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সব জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেওয়া।


কর্মস‚চির শুরুতেই পুলিশের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার সন্তান সংসদের নেতা-কর্মীদের শাহবাগ মোড় ছেড়ে দিতে বলা হয়। তবে পুলিশের নির্দেশনা উপেক্ষা করে তাঁরা কর্মস‚চিচালিয়ে যান। সন্ধ্যার কিছু আগে ৫টা ৫০ মিনিটে তাঁদের

ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ পুলিশি হামলার ঘটনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অন্তত শতাধিক নেতাকর্মী হতাহত হয়েছেন।


শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, মুক্তিযোদ্ধার সন্তান সংসদের নেতা- কর্মীদের লাঠিপেটা করা হয়নি। তিনি বলেন, ‘জনদুর্ভোগ লাঘব করতে আমরা বাঁশি ফুঁকে ও পানি মেরে তাঁদের সরিয়ে দিয়েছি।’

উক্ত মানববন্ধনটি পরিচালনা করেন, টাঙ্গাইল সদর উপজেলা আহবায়ক আব্দুল আলীম।

ads

Our Facebook Page